You are currently viewing ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণি

ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণি

ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণি

Table of Contents

ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণি

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে। তোমরা যারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ও নবম শ্রেণির  ছাত্র/ছাত্রী তাদের অ্যাসাইনমেন্ট লেখার সুবিধার জন্য সকল শ্রেণির সকল বিষয়ের নমুনা অ্যাসাইনমেন্ট সমাধান এখানে দেওয়া থাকবে। প্রতিটা বিষয়ের নিচে সমাধানের লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা কাঙ্খিত ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের  সমাধান পেয়ে যাবে। 

৬ষ্ঠ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের সমাধান পেতে নিচের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন।

    ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 6 bangla 6th assignment

    ৬ষ্ঠ বাংলা ৬ষ্ঠ সপ্তাহের সমাধান দেখতে এখানে ক্লিক করুন।।

    অধ্যায় ও বিষয়বস্তুঃ ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন

    খ) নিচের অনুচ্ছেদটিতে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখ:

    সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবলিওয়ালা ও কাবলিওয়ালা।

    ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণি গণিত ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 6 math 6th assignment

    ৬ষ্ঠ গণিত ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের দেখতে এখানে ক্লিক করুন।

    প্রশ্ন: ০১

    5x² – 2xy+3y², x²-3xy, -y²+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে-

    ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?

    খ) রাশি তিনটির যোগফল নির্ণয় কর।

    গ) x=3, y=2  হলে. ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়োগফলের মান নির্ণয় কর।

    প্রশ্ন: ০২

    ∠ABC = 60⁰

    ক) ∠ABC ‘ কে চঁদার সাহায্যে অংকন কর।

    খ) ∠ABC  কে সমদ্বিখন্ডিত কর (রুলার ও কম্পাসের সাহায্যে)।

    গ) অংকনের চিহ্ন ও বিবরণ দাও।

    প্রশ্ন: ০৩

    একজন শিক্ষার্থী ৪০ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিমের সংখ্যাগুলো লিখল।

    ৫০, 8৫, ৪৮, ৪৯, ৬০, ৫৮, ৫৭, ৪৫, 8৭, ৪৫, ৪৩, ৪২, ৪৭,

    ক) উপাত্তগুলোকে বিন্যস্ত কর।

    খ) উপাত্তগুলোর গড় নির্ণয় কর।

    গ) উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।

    ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণি কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 6 agriculture 6th assignment

    ৬ষ্ঠ কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    সৃজনশীল প্রশ্ন:

    ১) ষষ্ঠ শ্রেণির কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু , গম. পাট, তরমুজ, বাদাম, বাধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাঁদা যুক্ত হয়।

    ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।

    খ) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযোগী কী না-যুক্তি দাও।

    ২। তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পীচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।

    ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 6 domestic 6th assignment

    ৬ষ্ঠ গার্হস্থ্য ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    রচনামূলক প্রশ্ন:

    ১। শিশুর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিশুকালকে বিভাজন করার প্রয়োজন আছে কী? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

    সংক্ষিপ্ত প্রশ্ন:

    ২। ক) বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত?

    খ) তোমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তোমার আচরণ কেমন হবে?

    ৩। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরণের খাবার মজুদ করবে? কেন? এসব খাবারকে কী বলা হয়?

    81 শীতের শেষে শীতকালীন পোশাকের যত্ন কীভাবে নিৰে বুঝিয়ে লিখ।

    সপ্তম (৭ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 bangla 6th assignment

    সপ্তম(৭ম) বাংলা ৬ষ্ঠ সপ্তাহের সমাধান দেখতে এখানে ক্লিক করুন।


    মনে কর, তুমি মাহিন/মোহনা। তোমার খেলার সাহী সাজিদ/সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।

    সপ্তম (৭ম) শ্রেণি গণিত ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 math 6th assignment

    প্রশ্ন: ০১
    তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তোমার কলমের দৈর্ঘের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলো ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
    (ক) পরিমাপকৃত বাহগুলোর দ্বারা ত্রিভুজ অংকন কর।
    (খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলোর মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
    (গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে জালাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে. তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।
    প্রশ্ন: ০২
    তোমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ কর।
    (ক) উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাও।
    (খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।
    ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান

    সপ্তম (৭ম) শ্রেণি কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 agriculture 6th assignment

    সপ্তম(৭ম) কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন:
    ১। (ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
    (খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?
    (গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো কী কী?
    (ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনো গুরুত্বপূর্ণ?
    ২ নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পুরণ কর।

    পর্যবেক্ষণের বিষয়

    গাছের বৈশিষ্ঠ্য

    ক. কী ধরনের উদ্ভিদ

    খ. কাণ্ডের বৈশিষ্ঠ্য

    গ. বীজের বর্ণ

    ঘ. ফুলের বর্ণ

    ও. কোথায় কোথায় চাষ হয়

    চ. কেমন মাটিতে চাষ হয়

    ক.

    খ.

    গ.

    ঘ.

    ঙ.

    চ.

    সপ্তম (৭ম) শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 domestic 6th assignment

    সপ্তম(৭ম) গার্হস্থ্য ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    প্রশ্ন:
    ১. প্রতিবন্ধী শিশুদের প্রতি আমরা কীভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি-তা পাঠ্যপুস্তকের আলোকে লিখ।
    ২. প্রতিবেদন তৈরি-
    কোভিড ১৯ মোকাবিলায় কোন কোন খাদ্য গোষ্ঠী হতে খাবার আমাদের তালিকায় প্রাধান্য পাবে তা বিবেচনা করে তোমার পরিবারের উপযোগী ৭ দিনের একটি তালিকা তৈরি কর।
    সংক্ষিপ্ত প্রশ্ন:
    ৩। ক) ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনের সম্পর্ক কেমন হওয়া উচিত? ব্যাখ্যা কর।
    খ. কাপড়ের মাড় দিতে হয় কেন? মাড় প্রয়োগের ৫টি নিয়ম লিখ।
    গ. পশমি বস্ত্র ধৌোতকরণে তুমি কী ধরণের সর্তকতা অবলম্বন করবে।

    অষ্টম (৮ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 8 bangla 6th assignment

    বাড়ির কাজ : (নমুনা প্রশ্ন)
    প্রশ্ন: ০১ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লিখ।

    অষ্টম (৮ম) শ্রেণি গণিত ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 8 math 6th assignment

    অষ্টম(৮ম) গণিত ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    সৃজনশীল প্রশ্ন:
    ১. রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1।
    ক. প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন কর।
    খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর।
    গ. “ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, “খ” এর উত্তরের সত্যতা যাচাই কর।
    সংক্ষিন্ত প্রশ্ন: ক
    ১. পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত কর?
    ২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে, অপর বাহু কত?
    ৩. কোন ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আকাসম্ভব?
    8. ABC ত্রিভুজের AB²=BC²+CA² হলে, কোন কোণটি সমকোণ হবে?
    সংক্ষিন্ত প্রশ্ন: খ
    ১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়?
    ২. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখ।
    ৩. ঘনক আর ঘনবন্তুর মধ্যে পার্থক্য কোথায়?
    8. একটি সমবৃত্তডুমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সে.মি. ও উচ্চতা 11.50 সে.মি। বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
    ৫. একটি চতুর্ভুজ আকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
    ৬. যে কোন সরলরেখা একটি বৃন্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
    ৭. একটি চাকার ব্যাসার্ধ 34 সে.মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?
    সৃজনশীল প্রশ্ন: ০৩
    ১. কোনো বর্গের পরিসীমা 12 সে.মি. এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. ।
    ক. চিত্রসহ ঘুড়ির সংগা লিখ।
    খ. অঙ্কনের বিবরণসহ উদ্দীপকের আলোকে বর্গটি আক।
    গ. ‘খ’ তে অঞ্রিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি জাক। (অঞ্জনের বিবরণসহ)

    অষ্টম (৮ম) শ্রেণি কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 8 agriculture 6th assignment

    অষ্টম(৮ম) কৃষি শিক্ষা ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    সৃজনশীল প্রশ্ন:
    ১। সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে বুই. কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন।
    ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাপ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন? নির্ণয় কর।
    ধ) মিনারা বেগমের উদ্যোগটি মুল্যায়ন কর।
    ২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

    অষ্টম (৮ম) শ্রেণি গার্হস্থ্য বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 8 domestic 6th assignment

    অষ্টম(৮ম) গার্হস্থ্য ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    সৃজনশীল প্রশ্ন:
    সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তঁর ঘরে একা অবস্থান করলেন। কোনো সমস্যা না হওয়ায় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন।
    ১। ক) উদ্দীপকে কোন রোগের সচেতনতার প্রতি ইঞ্জিত করা হয়েছে- ব্যাখ্যা কর।
    খ) উদ্দীপকের রোগটিকে কীভাবে প্রতিরোধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলোকে মূল্যায়ন কর।
    ২। রোগের নাম ও প্রতিরোধক টিকার চার্ট তৈরি কর।
    ৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন?
    সৃজনশীল প্রশ্ন:
    মুন্না চতুর্থ শ্রেণির ছাত্র। সে খেতে খুব পছন্দ করে। চকলেট, চিপস, ড্রিংকস তার খুব পছন্দ। ইদানীং সে সিড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়। বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়না। অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদের শরণাপন্ন হলেন।
    8। ক) উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর।
    খ) মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর।

    নবম (৯ম) শ্রেণি গণিত ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 math 6th assignment

    সংক্ষি্ত প্রশ্ন: ০১
    ১. নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন?
    ২.ABC বৃত্তে BC ব্যাস হলে, ∠BAC এর মান কত?
    ৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ কোণদ্বয় সমান হলে, ত্রিভুজটির বাহগুলোর অনুপাত কত হবে?
    ৪. PQRS সামান্তরিকের ∠Q =95⁰ হলে, ∠S -∠R = কত?
    ৫. বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, ঐ বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?
    সৃজনশীল প্রশ্ন: ০১
    ∆ABC এর শীর্ষবিন্দু A এবং ভুমি সংলগ্ন ∠B=45⁰, ∠C =60⁰   ব্রিভুজটির
    পরিসীমা 10 সে.মি.।
    ক. ∠A এর পূরক কোণের মান কত?
    খ. অক্ষনের বিবরণসহ ত্রিভুজটি আক।
    গ. এমন একটি ত্রিভুজ অঞ্জন কর যার ভূমি সংলগ দুইটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ
    দুইটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ∆ABC এর পরিসীমার এক তৃতীয়াংশ। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
    yУ∛
    সংক্ষিদ্ত প্রশ্ন: ০২
    ১. (3x⁻¹ + 7y⁻¹)⁻¹ =  কত?
    ২. (√5)У⁺¹ =(∛5)²У⁻¹  হলে, y এর মান কত?
    ৩.logₓ125=6 হলে, x এর মান কত?
    8. 0.000003476 কে বৈজ্ঞানিক আকারে প্রকাশ কর।
    ৫. 32.0035 এর সাধারণ লগের অংশক কত?
    ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান

    নবম (৯ম) শ্রেণি বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 science 6th assignment

    নবম (৯ম) বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    I) HCl (aq) + Mg(OH)₂(aq) =
    II) HCl(aq) + Al(OH)₃(aq) =
    ক) এসিডের সঙ্গা দাও?
    খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।
    গ) উদ্দীপকের II) নংবিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।
    ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।

    নবম (৯ম) শ্রেণি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 social science 6th assignment

    নবম (৯ম) সমাজ ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা কর। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেয়া যায়? যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন কর।

    নবম (৯ম) শ্রেণি পদার্থ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 physics 6th assignment

    ৩। 120⁰c তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm বন্তুটিকে একটি 50gm ভরের আ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20⁰ তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30⁰c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500Jkg⁻¹K⁻¹ এবং আ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg⁻¹K⁻¹

    ক. তাপধারণ ক্ষমতা কাকে বলে? |
    খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
    গ. বন্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
    ঘ. উপরোক্ত তথ্যগুলো ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

    নবম (৯ম) শ্রেণি ভূগোল ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 geography 6th assignment

    নবম (৯ম) ভূগোল ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    ষষ্ঠ (৬ষ্ঠ) সপ্তাহের অ্যাসাইনমেন্ট
    (ক) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু কাকে বলে?
    (খ) বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজের কারণ কী? ব্যাখ্যা কর।
    (গ) উদ্দীপকের “Z” অঞ্চলের বর্ণনা দাও।
    (ঘ) উদ্দীপকের ‘X’ ও ‘Y’ অঞ্চলের ভূমিরূপের মধ্যে কী কী সাদৃশ্য-বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়? মতামত দাও।
    ২। বাংলাদেশের মানচিত্র অংকন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন কর।

    নবম (৯ম) শ্রেণি হিসাববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 9 accounting 6th assignment

    নবম (৯ম) হিসাববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের সমাধানের লিংক এখানে থাকবে।

    ক) নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত কর। শ্রাবণী ট্রেডার্স ২০২০ সালের ১ জুন নগদ ৫০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করে।

    জুন-৫. পণ্য বিক্রয় ধারে ১.৩০.০০০ টাকা

    জুন-১০, দেনাদার হতে আদায় ১০০,০০০ টাকা

    জুন-২০, অতিরিক্ত মূলধন আনা হলো ২০.০০০ টাকা

    খ) নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দু’ঘরা নগদান বই প্রস্তুত কর। 

    ২০২০ জুলাই-১, হাতে নগদ ৮০,০০০ টাকা ও ব্যাংক উদ্বৃন্ত ১০০,০০০ টাকা

    জুলাই-২. নগদে পণ্য ক্রয় ২০.০০০ টাকা

    জুলাই-৪. চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ৬০.০০০ টাকা

    জুলাই-১০, ব্যাংক হতে উত্তোলন ২৫,০০০ টাকা

    জুলাই-১৫, চেক দ্বারা আসবাবপত্র ক্রয় ৪০.০০০ টাকা

    জুলাই-২০. ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় ৫০,০০০ টাকা

    জুলাই-২৫. চেকের মাধ্যমে দেনা পরিশোধ ২০,০০০ টাকা

    Leave a Reply