৯ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর

 

৯ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্টের

৯ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর

শিরোনামঃ বস্তুর উপর তাপের প্রভাব।

আরো দেখুনঃ 

    ৬ষ্ঠ সপ্তাহের নবম শ্রেনির পদার্থ প্রশ্নগুলো দেখুন

    ৩। 120⁰c তাপমাত্রার একখন্ড বস্তুর ভর 50gm বন্তুটিকে একটি 50gm ভরের আ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20⁰ তাপমাত্রার 150gm পানিতে ছেড়ে দেয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30⁰c পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500Jkg⁻¹K⁻¹ এবং আ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900Jkg⁻¹K⁻¹

    ক. তাপধারণ ক্ষমতা কাকে বলে? |
    খ. মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
    গ. বন্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় কর।
    ঘ. উপরোক্ত তথ্যগুলো ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

    অ্যাসাইনমেন্ট শুরু

    ৩এর ‘ক’ প্রশ্নের উত্তর

    তাপ ধারণ ক্ষমতাঃ কোন বন্তর তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল/কেলভিন( JK⁻¹)

    ৩এর ‘খ’ প্রশ্নের উত্তর

    মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকার কারণঃ আমরা জানি মাটির কলসি মাটি দিয়ে তৈরি হয়। আর এই মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র ধাকে॥ খালি চোখে এই ছিদ্রগুলি দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি কলসির বাইরে কিনারায় চলে আসে। তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু বাষ্পীভূত হওয়ার জন্য তাপের প্রয়োজন হয়। আমরা জানি তাপের কারণেই পানি বাষ্প হয়। বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি খেকে আসে। ফলে কলসির ভেতরের পানির তাপ কমে যায় এবং সে কারণে পানি ঠাণ্ডা হয়ে থাকে।

    ৩এর ‘গ’ প্রশ্নের উত্তর

    এখানে দেওয়া আছে, 

    বস্তুর ভর m= 50gm

            = 0.05kg

    বস্তুটি উপাদানের আপেক্ষিক তাপ S = 1500 Jkg⁻¹K⁻¹

    বস্তুর প্রাথমিক তাপমাত্রা ϴ₁ = 120⁰ C

    এবং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ϴ₂ = 30⁰ C

    তাপমাত্রা হ্রাস পায় ∆ϴ = ϴ₁-ϴ₂

            = 120⁰ – 30⁰

            = 90⁰ C

    অতএব বস্তু কর্তৃক বর্জিত তাপ Q হলে Q = mS∆ϴ

            = 0.05×1500×90

            = 6750 J

    ৩এর ‘ঘ’ প্রশ্নের উত্তর

    অ্যালুমিনিয়ামের ভর m₁ = 50gm

            = 0.05kg

    অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ S₁ = 900Jkg⁻¹K⁻¹

    অ্যালুমিনিয়ামের প্রাথমিক তাপমাত্রা ϴ₁ = 20⁰ C

    মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা  ϴ₂ = 30⁰ C

    তাপমাত্রা বৃদ্ধি ∆ϴ₁ = ϴ₂ – ϴ₁

            = 30-20

            = 10⁰ C

    পানির ভর m₂ = 150gm

            =0.15kg

    পানির আপেক্ষিক তাপ S₂ = 4200Jkg⁻¹K⁻¹

    পানির প্রাথমিক তাপমাত্রা ϴ₃ = 20⁰ C

    মিশ্রনের চূড়ান্ত তাপমাত্রা ϴ₄ = 30⁰ C

    তাপমাত্রা বৃদ্ধি ∆ϴ₂ = ϴ₄ – ϴ₃

            = 30-20

            = 10⁰ C

    ক্যালরিমিটার কর্তৃক গ্রহীত তাপ Q₂ = অ্যালুমিনিয়ামের পাত্র কর্তৃক গৃহীত তাপ Q₃ + পানি কর্তৃক গৃহীত তাপ Q₄

            = m₁S₁∆ϴ₁ + m₂S₂∆ϴ₂

            = (0.05×900×10) + (0.15×4200×10)

            = 450 + 6300

            = 6750 J

    আবার ’খ’ থেকে পাই,

        বস্তু কর্তৃক বর্জিত তাপ Q₁ = 6750

    যেহেতু বস্তু কর্তৃক বর্জিত তাপ Q₁ = ক্যালরিমিটার কর্তৃক গৃহীত তাপ Q₂

    ∴ আমরা বলতে পারি উপরোক্ত তথ্যগুলো ক্যালরিমিতির মূলনীতি সমর্থন করে।

    আরো দেখুনঃ 

    সকল অ্যাসাইনমেন্টের জন্য নিচের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন

    ৯ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের পদার্থ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর class 9 physics 6th week assignment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *