সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৯ ভৈত বিজ্ঞান (পদার্থ ও রাসায়ন) প্রশ্ন উত্তর

মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন উত্তর

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৯ ভৈত বিজ্ঞান (পদার্থ ও রাসায়ন) প্রশ্ন

৬১। কোনটি তাপ পরিবাহক?

ক) ফেল্ট          খ) কর্ক             গ) কাঁচ             ঘ) পারদ

৬২ ঢালাই লোহা তরল অবস্থাথেকে কঠিন অবস্থায় পরিণতহওয়ার সময় আয়তনের কিধরনের পরিবর্তন হয়?

ক) শতকরা ৯ ভাগ বৃদ্ধি পায়

খ) শতকরা ৯ ভাগ হ্রাস পায়

গ) শতকরা ২ ভাগ হ্রাস পায়

ঘ) শতকরা ৭ ভাগ বৃদ্ধি পায়

৬৩। কত লুমেন সবুজ আলো প্রায় এক ওয়াট ক্ষমতার সমান?

ক) ২০.৪২ lm

খ) ৬২১ lm

গ) ৭৬০ lm

ঘ) ১০১৩২৫

৬৪। আলোর তাড়িত চৌম্বক তত্ত্বের অবতারণা করেন-

ক) আইনস্টাইন

খ) ম্যক্সপ্লাঙ্ক

গ) ম্যাক্সওয়েল

ঘ) হাইগেন

৬৫। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কীভাবে বৃদ্ধি করা যায় না?

ক) তড়িৎ প্রবাহ বৃদ্ধি করে।

খ) আর্মেচারে পাক সংখ্যা হ্রাস করে।

গ) অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে।

ঘ) কয়েলের দৈর্ঘ্য ও বেধ বৃদ্ধি করে।

৬৬। অতি-পারমানুর মধ্যে বিস্ফোরণের ফলে মহাবিশ্বে অবিরতভাবে সম্প্রসারিত হতে থাকে – ১৯২৭ সালে কে এই বক্তব্য দেন।

ক) স্টিফেন হকিং

খ) এডুইন হাবল

গ) জি. লেমেটার

ঘ) মাউন্ট উইলসন

৬৭। প্রথিবীর প্রতি বর্গমিটার আয়তনে যে পরিমাণ সৌরশক্তি নিয়ত পতিত হয় তার পরিমাণ কত কিলোওয়াট তাড়িতের সমান?

ক) ১.৩৬

খ) ১৮ ´১০১৩

গ) ২০০

ঘ) ১৮

৬৮। প্যাসকেল এর মাত্রা হলো-

ক) ML-1T2

খ) ML-1T-2

গ) ML2T2

ঘ) ML2T3

৬৯। 1GJ হলো-

ক) 106J

খ) 10-6J

গ) 10-12J

ঘ)109J

৭০। অবতল দর্পনের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম ও বক্রতার কেন্দ্রের মাধ্যে স্থাপিত হলে বিম্বের আকৃতি কেমন হবে?

ক) বিবর্ধিত

খ) লক্ষ্যবস্তুর সমান

গ) খর্বিত

ঘ) অত্যন্ত খর্বিত

৭১। চৌম্বর-দ্বিপোল ভ্রামকের একক হলো-

ক) অ্যাম্পিয়ার-মিটার-২

খ) অ্যাম্পিয়ার-মিটার

গ) অ্যাম্পিয়ার-মিটার

ঘ) অ্যাম্পিয়ার-মিটার

৭২। একটি পরিবাহকের ধারকত্ব 40F । এতে কত আধান প্রদান করলে এর বিভব  8V হবে।

ক) 320V

খ) 5V

গ) 0.20V

ঘ) -5V

৭৩। ফ্লিন্ট কাচেঁর প্রতিসরাংক কোনটি?

ক) 1.501

খ) 1.44

গ) 1.31

ঘ) 1.53

৭৪। প্রথিবীর বায়ুমন্ডরে শোষিত আলোর জন্য যে কালো রেখাগুলোর সৃষ্টি হয় তাদেরকে বলা হয়-

ক) ফ্রণ হকারের কালো রেখা

খ) কির্সকের কালো রেখা

গ) হাইজেন বার্গের কালো রেখা

ঘ) টেলুরিক রেখা

৭৫। 5gm  ভরের সমতুল্য শক্তি কত হবে?

ক) 45´1013J

খ) 45´10-13J

গ) 15´10-16J

ঘ) 15´108J

৭৬। গ্যাস ধ্রুবক R এর মান হলো-

ক) 4.1685 J mole-1K-1

খ) 8.316 J mole-1K-1

গ) 6.173 J mole-1K-1

ঘ) 1.99 J mole-1K-1

 

৭৭। একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 5.6´10-2s-1 হলে ঐ বিক্রিয়ার অর্ধজীবন কত হবে?

ক) 0.04 S

খ) 0.0012S

গ) 12.375 S

ঘ) 0.693 S

৭৮। ০.২১৭৫ গ্রাম জৈব যৌগ থেকে ক্যরিয়াস পদ্ধতিতে ০.৫৮২৫ গ্রাম বেরিমাম সালফেট পাওয়া যায়। ঐ জৈব যৌগে সালফারের শতকরা হার কত?

ক) ০.০৮ গ্রাম

খ) ৩৬.৭৭ গ্রাম

গ) ৬৩.১ গ্রা্ম

ঘ) ৪০.১০ গ্রাম

৭৯। ইথানলের সাথে কোন বিকার যোগ কররে সিলভার দর্পণ সুষ্টি হবে।

ক) কেলিং দ্রবণ

খ) গ্রিগনার্ড বিকারক

গ) টলেন বিকারক

ঘ) অ্যামনিয় দ্রবণ

৮০। FGD প্লান্টে কোনটির মিশ্রণ ব্যবহার করা হয?

ক) চুনাপাথর ও চুনের পানি

খ) চুনের পানি ও খাদ্য লবণ

গ) চুনাপাথর ও বালি

ঘ) জিপসাম ও চুনের পানি।

৮১। চায়না ক্লে যৌগ কোন ধাতু বিদ্যামান

ক) Mg

খ) Fe

গ)Cu

ঘ)Al

৮২। সালফার পরমাণুর পারমাণবিক ব্যাসর্ধ হলো-

ক) 0.074 nm

খ)2.44 nm

গ) 0.104 nm

ঘ) 0.094 nm

৮৩। পাইরো ফসফরিক এসিড এ  p এর জারণ সংখ্যা কত?

ক) +3

খ) -5

গ) -3

ঘ) +5

৮৪। মৃদু চেতাননাশকরুপে ব্যবহৃত গ্যাস কোনটি?

ক) N20

খ) NO2

গ) NO

ঘ) N2O4

৮৫। চতুস্তলকীয় P4 অনুতে বন্ধন কোণের মান হলো-

ক) ৯০

খ) ৬০

গ) ১২৮

ঘ)৯২

৮৬। সমুদ্রের লবণাক্ত পানিতে শতকরা কত ভাগ NaCl দ্রবীভূত অবস্থায় থাকে?

ক) ০.২৫%

খ) ২.৫৬%

গ) ৫%

ঘ) ১%

৮৭। কার্নালাইট এর সংকেত হলো-

ক) KCl. MgSO4. 3H2O

খ)CaF23Ca3(PO4)2

গ) 3NaF.AlF3

ঘ) KCl. MgCl2. H20

৮৮। শরীরবৃত্তীয় কার্যর জন্য একটি আদর্শ কোষে কতটির মত বিভিন্ন এনজাইম ক্রিয়াশীল থাকে?
ক) ২৫০০ প্রকার

খ) ৩৫০০ প্রকার

গ) ৩০০০ প্রকার

ঘ) ১৫০ প্রকার

৮৯। মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে কত শ্রেণিতে বিভক্ত করা যায়?

ক) তিন প্রকার

খ) চার প্রকার

গ) পাঁচ প্রকার

ঘ) সাত প্রকার

৯০। বিশুদ্ধ বেনজায়িক এসিডের গলনাঙ্ক হলো-

ক) ১২১C

খ) ২৯০C

গ) ৬৫.৫C

ঘ) ৬৫C

সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৯ ভৈত বিজ্ঞান (পদার্থ ও রাসায়ন) উত্তর

৬১-ক, ৬২-ঘ, ৬৩-খ, ৬৪-গ, ৬৫-খ, ৬৬-গ, ৬৭-, ৬৮-খ, ৬৯-ঘ, ৭০-গ, ৭১-খ, ৭২-ক, ৭৩-, ৭৪-ঘ, ৭৫-ক, ৭৬-খ, ৭৭-গ, ৭৮-খ, ৭৯-গ, ৮০-ক, ৮১-ঘ, ৮২-গ, ৮৩-ঘ, ৮৪-ক, ৮৫-খ, ৮৬-খ, ৮৭-ঘ, ৮৮-গ, ৮৯-খ, ৯০-

Leave a Reply