বিভক্তি যোগের নিয়ম

বিভক্তি যোগের নিয়ম

বাংলা ব্যাকরণে বিভক্তি যোগের নিয়ম জানা খুবই জরুরী। আজকের পোস্টে বিভক্তি যোগের নিয়মগুলো নিয়ে আলোচনা করা হলো।

বিভক্তি যোগের নিয়মসমূহ

১. স্বরান্ত শব্দের পরে ‘এ’ বিভক্তির রূপ হয়− ‘য়’ বা ‘য়ে’।

যেমন− মেলা + য় = মেলায়     পা + এ = পায়ে

২. স্বরান্ত শব্দের পরে ‘এ’ স্থানে ‘তে’ বিভক্তি যুক্ত হতে পারে। যেমন−

৩. অ-কারান্ত বা ব্যঞ্জনান্ত শব্দের পর প্রথমায় ‘রা’ স্থানে ‘এরা’ হয় এবং ষষ্ঠী বিভক্তির ‘র’ এর স্থানে অনেক সময় ‘এর’ হয়।

যেমন− বালক + এরা + বালকেরা     বালক + এর = বালকের

৪. অপ্রাণিবাচক শব্দের পরে ‘কে’ বা ‘রে’ বিভক্তি হয় না, শূন্য বিভক্তি হয়।

যেমন − কাগজ নাও।

৫. অপ্রাণিবাচক বা ইতরপ্রাণিবাচক শব্দের বহুবচনে ‘রা’ যুক্ত হয় না− গুলি, গুলা, গুলো হয়।

যেমন− লেবুগুলো, কাঁঠালগুলা, হাঁসগুলো, ফুলগুলো।

২. ক্রিয়া বিভক্তি: ধাতুর সাথে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তাকে ক্রিয়া বিভক্তি বলে।

যেমন− সে চিঠি লিখিতেছে।

এ বাক্যের ‘লিখিতেছে’ শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায়−
লেখা − ক্রিয়া পদ ক্রিয়া বিভক্তি − ইতেছে
লিখ্ − ধাতু লিখ্ + ইতেছে = লিখিতেছে
এরূপ পড় + ইতেছে পড়িতেছে বল্ + আ = বলা
খেল্ + ইতেছে = খেলিতেছে কাঁদ্ + আ = কাঁদা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *