সপ্তম (৭ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

সপ্তম (৭ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান

 সপ্তম (৭ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 bangla 6th assignment

শিরোনামঃ চিঠি

    ৭ম শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখুন

    • মনে কর, তুমি মাহিন/মোহনা। তোমার খেলার সাহী সাজিদ/সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস/নাফিসাকে একটি চিঠি লেখ।

    আরো পড়ুনঃ

    অ্যাসাইনমেন্ট শুরু

                                                                                                                মুজিবনগর, মেহেরপুর
                                                                                                                   ০৩ই ডিসেম্বর ২০২০

    প্রিয় নাফিস

    প্রথমে আমার সালাম নিও। আশা করি তুমি ভালো আছো শারীরিক ভাবে আমিও ভালো আছি কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই কারণ কিছু সময় আগে জানতে পারলাম যে, আমার বন্ধু সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তোমাকে সাজিদের বিষয়ে বেশ কয়েক বার বলেছি | আশা রাখি তুমি চিনতে পেরেছো | সাজিদের করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি শোনার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছিল | আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম । কারণ সে আমার এমন এক বন্ধু যে কিনা সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে আমি যখন গ্রামের বাসায় যায় তখন সাজিদই হয় আমার একমাত্র খেলার সাথী । আমরা নানা রকম আনন্দ করে সারা গ্রাম ঘুরে বেড়াই । আমার ভালোভাবেই মনে আছে গতবার গ্রামে আমি যখন বেড়াতে গিয়েছিলাম তখন একদিন খেলার সময় আমার পা কেটে রক্ত বের হয়েছিল আর সে রক্ত বাহির হওয়া বন্ধ করতে কতই না কান্নাকাটি এবং ছোটাছুটি | আমি কি সে ভালোবাসা ভুলতে পারি না, ঠিক তেমনিভাবে আমার সবচেয়ে প্রিয় বন্ধুটি আজ করোনাতে আক্রান্ত | তাই আমার মনের অবস্থা এখন অত্যন্ত খারাপ | আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারছিনা এমনকি কথা টা জানার পর আমি ভাত পর্যন্ত খেতে পরি নি। সবসময় বন্ধু সাজিদের কথা মনে পড়ছে। মনে হচ্ছে  এখনই গ্রামে গিয়ে সরাসরি দেখা করি কিন্তু দেশের করোনা পরিস্থিতিতে চাইলেও অনেক কিছু সম্ভব হচ্ছে না| তবে আমরা অনলাইনে সরাসরি কথা বলেছি । অনলাইনে ভিডিও কলে কথা বলার সময় তাকে অনেক বিমর্ষ দেখাচ্ছিল যা দেখে আমি কান্না করেছিলাম | আমি আল্লাহর কাছে দোয়া করি যেন খুব দ্রুত সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে | তুমিও তার জন্য অবশ্যই দোয়া করবে যেন সে দ্রুত সুস্থ হয়। তোমার করোনাকালীন সময় কেমন কাটছে তা অবশ্যই জানাবে | তোমার চিঠির অপেক্ষায় থাকবো 

    আজ আর নয় চাচা-চাচীকে আমার সালাম জানাবে। 

    ইতি

    তোমার বন্ধু

    মাহিন

     


    প্রেরক

    মাহিন

    মুজিবনগর, মেহেরপুর

     

    ডাকটিকেট

     


    প্রাপক

    সাজিদ

    শহবাগ, ঢাকা

     

    আরো দেখুনঃ

    সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান পেতে নিচের ফেজবুক পেজে লাইক দিন।

    সপ্তম (৭ম) শ্রেণি বাংলা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান class 7 bangla 6th assignment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *