অনেকগুলো শব্দের একই অর্থ প্রকাশ করাকে সমার্থক শব্দ বলে। বাংলা ভাষায় অলংকার অর্থাৎ বাক্যকে সৌন্দর্য সৃষ্টির জন্য সমার্থক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। সমার্থক শব্দের আরেক নাম প্রতিশব্দ বা একার্থক শব্দ। ইংরেজিতে একে আমরা synonym বলে থাকি। সমার্থক শব্দের জ্ঞান বাড়ানোর জন্য আমাদের প্রতিনিয়ত প্রত্রিকা পড়া বা বিভিন্ন লেখকের বই পড়া প্রয়োজন। তবে পরীক্ষায় আসা সমার্থক শব্দগুলো পড়লে বিভিন্ন চাকরির পরীক্ষায় ভালো করা যাবে আশা করা যায়।
সমার্থক শব্দ বিসিএস সহ প্রত্যক চাকরির পরীক্ষার ২/১ এসেই থাকে। সমার্থক শব্দ খুবই সহজ একটা বিষয়। যদিও সকলেই এগুলো ভালো করে পড়ে প্রস্তুতি গ্রহণ করে তবুও এগুলো মনে রাখা খুবই কঠিন হয়ে যায়। একটার সাথে অন্যটার অনেক মিল থাকাই আমরা এগুলোই ভুল করে থাকি। তাই কিভাবে ভুলগুলো এড়িয়ে কাছাকাছি সমার্থক শব্দগুলো মনে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। সমার্থক শব্দের সম্পর্কে জানতে ও প্রস্তুতি নিতে এই বিষয়ের প্রতিটা পার্ট ভালো করে আয়ত্ব করুন।
পরবর্তি পার্ট দেখতে নিচে Next Post অথবা Previous Post এ ক্লিক করুন।