বাংলা ভাষার প্রকারভেদ

বাংলা ভাষার কয়টি অংশ

প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন-
১. ধ্বনি ২. শব্দ
৩. বাক্য ৪. অর্থ

বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদ

বাংলা ভাষার প্রধান বা মৌলিক রূপ দুইটি। যথা: লৈখিক বা লেখ্য রূপ এবং মৌলিক বা কথ্য রূপ। লেখার রীতি ভাষার মৌলিক রীতি। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার লেখ্যরূপে বিদ্যমান।
বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদ নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো:

বাংলা ভাষার প্রকারভেদ
বাংলা ভাষার প্রকারভেদ

 

 

অনুশীলনী:
০১) ভাষার মৌলিক অংশ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৬টি
০২) প্রত্যেক ভাষারই তিনটি মৌলিক অংশ হলো:
ক) ধ্বনি, শব্দ, বাক্য খ) শব্দ, সন্ধি, সমাস
গ) অনুসর্গ, উপসর্গ, শব্দ ঘ) অনুসর্গ, শব্দ, বাক্য
০৩) বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
০৪) ভাষার মৌলিক রীতি কোনটি?
ক) বক্তৃতা রীতি খ) লেখার রীতি
গ) কথা বলর রীতি ঘ) লেখা ও বলার রীতি
০৫) বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি?
ক) লেখ্য ও আঞ্চলিক খ) আঞ্চলিক ও সর্বজনীন
গ) কথ্য ও আঞ্চলিক ঘ) মৌখিক ও লৈখিক
০৬) সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান?
ক) আঞ্চলিক খ) উপভাষা
গ) লেখ্য ঘ) কথ্য

০১. গ ০২. ক ০৩. ক ০৪. খ ০৫. ঘ ০৬. গ

Leave a Reply