বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ mcq টেস্ট

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ mcq

আজকের পোস্টটি আমরা বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ mcq টেস্ট নিয়ে আলোচনা করব। যদি কেউ বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ জনিত পোস্ট পড়তে চান তবে আমাদের নিচের লিঙ্ক থেকে ক্লিক করে সেখানে পড়ে আসুন, তারপর এখানকার mcq গুলো অনুসরণ করুন এবং নিচে এমসিকিউ টেস্ট দেওয়া আছে সেখান থেকে প্রয়োগ-অপপ্রয়োগ এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনারা নিজেরাই পরীক্ষা করে নিজেদেরকে যাচাই করুন।

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ পড়ুন

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ mcq

১। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার – বাক্যটির নিম্ন রেখো পদে ষ/স ব্যবহারে
ক. প্রথমটি অশুদ্ধ দ্বিতীয় শুদ্ধ
খ. প্রথমটি শুদ্ধ দ্বিতীয় টি অশুদ্ধ
গ. দুটোই অশুদ্ধ
ঘ. দুটোই শুদ্ধ

২। কোন বাক্যটি শুদ্ধ
তাহার জীবন সংশয়পূর্ণ
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়াপূর্ণ
তাহার জীবন সংশয়ভরা

৩। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন
বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন

৪। কোনটি শুদ্ধ বাক্য
একটা গোপনীয় কথা বলি
একটি গোপন কথা বলি
একটি গোপণ কথা বলি
একটি গুপ্ত কথা বলি

৫। শুদ্ধ বাক্য কোনটি
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুদুর্বলবশত বসে পড়ল

৬। কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে
একত্র
ফলশ্রুতি
অধীনস্থ
নির্ভরশীলতা

৭। কোন বাক্যটি চলিত ভাষায় লেখা
সে কাজ করিয়া বাড়ি ফিরছিল
পড়ায় তাহার মন নয়
বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন
এতদ্ভিন্ন বহু স্থল এরূপ হইয়া থাকে

৮। কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত
উপর্যুক্ত
মিথস্ক্রিয়া
ধসপ্রাপ্ত
একত্রিত

৯। কোনটি শুদ্ধ বাক্য
দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্র্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা

১০। কোন বাক্যটি শুদ্ধ তার নির্দেশ করুন
কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কৃত্তিবাস বাংলা রামায়ন লিখেছেন
কৃত্তিবাস বাঙলা রামায়ন লিখেছেন

১১। শুদ্ধ রূপ দেখান
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

১২। কোনটি শুদ্ধ বাক্য
এ কথা প্রমান হয়েছে
এ কথা প্রমাণ হয়েছে
এ কথা প্রমানিত হয়েছে
এ কথা প্রমাণিত হয়েছে

১৩। কোনটি শুদ্ধ বাক্য?
প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
প্রত্যেক শিক্ষকগন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকিবেন

১৪। কোন বাক্যটি সঠিক
অধ্যয়নই ছাত্রদের তপস্যা
অধ্যয়ন ছাত্রদের তপসা
অধ্যাপনাযই ছাত্রদের তপস্যা
অধ্যাপনা ছাত্রদের তপস্যা

১৫। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন
বিরাট গরু ছাগলের হাট
১৬। বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
গরু ছাগলের বিরাট হাট
বিরাট গবাদি পশুর হাট

১৭। শুদ্ধ বাক্য নির্দেশ করুন
দৈন্যতা প্রশংসনীয় নয়
দীনতা প্রশংসনীয় নয়
দৈন্যতা নিন্দনীয়
দৈন্যতা অপ্রশংসনীয়

১৮। ”বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর” বাক্যটির শুদ্ধ রূপ কোনটি
বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ তর
বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

১৯। কোন বাক্যটি শুদ্ধ
৫জন ছাত্ররা স্কুলে যায়
৫জন ছাত্রগণ স্কুলে যায়
৫জন ছাত্র স্কুলে যায়

২০। কোন বাক্যটি শুদ্ধ
আমি সন্তোষ হলাম
আমি সন্তোষ্ট হইলাম
আমি সন্তুষ্ট হলাম
আমি সন্তূষ্ট হলাম

২১। কোন বাক্যটি শুদ্ধ
সর্বদা পরিস্কার থাকিবে
সর্বদা পরিষ্কৃত থাকিবে
সর্বদা পরিস্কার থাকিবে
কোনোটিই নয়

২২। কোন বাক্যটি শুদ্ধ
তুমি কি ঢাকা যাবে?
তুমি কী ঢাকা যাবে?
তোমরা কি ঢাকা যাবে?
তোমরা কি ঢাকায় যাবে?

২৩। কোন বাক্যটি শুদ্ধ
রহিমা পাগলি হয়ে গেছে
রহিমা পাগল হয়ে গেছে
রহিমা পাগলিনী হয়ে গেছে
রহিমা পাগলী হয়ে গেছে

২৪। কোন বাক্যটি শুদ্ধ
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানি মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
জ্ঞানী মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ

২৫। ”বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে” বাক্যটি শুদ্ধ রূপ কোনটি?
বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে
খ ও গ

২৬। এমন অসহ্যনিয় ব্যথা আমি আর কখনো অনুভব করি না “ বাক্যটির শুদ্ধ রূপ কোনটি?
এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
এমন অসহ্যনীয় ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
এমন অসহ্য ব্যথা আমি আর কখনও অনুভব করি নাই
কোনোটিই নয়

২৭। নিচের কোন বাক্যটি সঠিক?
আমি এ ঘটনা চাক্ষুষ দেখেছি
আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি
আমি এ ঘটনা স্বচক্ষে দেখিয়াছি

বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ mcq পরীক্ষা

[HDquiz quiz = “43”]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *